তোমার পিছু পিছু, বরষা, শুনতে কি পাও আর আমার গল্পে তুমি

গত ঈদের পর বলেছিলাম যে একই রকমের চরিত্রে কাজ করতে করতে আমি একটু বিরক্ত। বলেছিলাম নতুন কিছু না দিতে পারলে আর কাজই হাতে নেবনা।
বান্নাহ, অনিমেষ, আশফাক আর আরিয়ান, চারজনই এই দিক দিয়ে পুরোপুরি সফল। ওরা আমাকে আমার অভিনয়ের জায়গাটায় নতুন করে প্রেম এনে দিয়েছে।
তোমার পিছু পিছু, বরষা, শুনতে কি পাও আর আমার গল্পে তুমি... এই চারটা কাজের প্রতি আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। এভাবেই মুগ্ধতায় ডুবে থাকতে চাই যতদিন আছি আপনাদের পর্দার সামনে।
ভালোবাসা সবার জন্যে।

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv