Showing posts with label Lyrical video. Show all posts
Showing posts with label Lyrical video. Show all posts

এক শহর ভালবাসা তানজীব সারোয়ার ২০১৭


তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই কোন হুটতোলা রিকশায় ।
এক মুঠো প্রেম এড়িয়ে আমার শূন্য পকেটে ,
হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে ।
এক শহর ভালোবাসা দিতে…...চাই  ।
এই নরম বিকেলে মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয় ভালোবাসাতে চাই , দ্বিধার আদরে ।
আমি খুব সাধারন ,সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়াই ।

তোমার সাথে এই পথটি যেন আজ শেষ না হয়
এমন করে তোমার নরম হাতের ঐ ছোঁয়ায় ।
ইচ্ছে করে জমা চায়ের কাপে বৃষ্টি নামুক
হোক সন্ধ্যা রাত তবু এই সময় থেমে থাকুক ।
বুলিয়ে দাও রাঙিয়ে ঐ মায়া যাদু হাতে ,কি সুখ লাগে ।
এক শহর ভালবাসা দিতে… চাই  ।
এই নরম বিকেলে মুখোমুখি দাড়িয়ে ,
শুধু বলতে ভয় ভালোবাসাতে চাই ,দ্বিধার আদরে ।
আমি খুব সাধারন সাদামাটা একজন ,
মরতে পারি, বাঁচতে শিখি ,তা দ্বিধা ছাড়াই ।
তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই কোন হুটতোলা রিকশায় ।

এক মুঠো প্রেম এড়িয়ে আমার শূন্য পকেটে ,
হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে ।
এক শহর ভালবাসা দিতে… চাই ।
এই নরম বিকেলে মুখোমুখি দাড়িয়ে 
শুধু বলতে ভয় ভালোবাসাতে চাই , দ্বিধার আদরে ।
আমি খুব সাধারন ,সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়াই । 

Prothom Brishty Fota By Belal Khan | Lyrical Video

Song Name – Prothom Brishty Fota
Singer – Belal Khan
Lyrics – Zulfiqer Russell
Tune – Belal Khan
Genre – Modern
Album : Alapon
Label – Laser Vision


গানটি গ্রামীনফোন গ্রাহকরা ওয়েলকাম টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
WT লিখে একটি স্পেস দিয়ে 5351432 লিখে পাঠিয়ে দিন 4000 নাম্বারে।

গানটি রবি গ্রাহকরা গুনগুন হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
GET লিখে একটি স্পেস দিয়ে 18041085 লিখে পাঠিয়ে দিন 8466 নাম্বারে।


গানটি বাংলালিংক গ্রাহকরা আমার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
down লিখে কোন স্পেস না দিয়ে 5513986 লিখে পাঠিয়ে দিন 2222 নাম্বারে।

Karone Okarone | Minar Rahman | Lyrical video | Bangla music Music

Song: Karone Okarone
Vocal: Minar Rahman 
Lyric: Isteaque Ahmed
Tune: Minar Rahman
Music Arrangement: Shaker Raza
Label: Eagle Music




Lyric | কথা : 

কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত 
জোছনা নিলাম
নিয়মে অনিয়মে
দহনে বা ধারণে 

আমায় নিখোঁজ ভাবো বা 
পাশেই ছিলাম
ভেতরে বাহিরে
দহনে বা ধারণে
আমায় নিখোজ ভাবো বা 
পাশেই ছিলাম

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকী কেনো
আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে যেনো
সবই কোথায় হারিয়ে

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই 
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই 

আমি তোমার স্বপ্নে বাঁচি 
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই

জলেতে আগুনে 
বর্ষা বা ফাগুনে 
তোমার নামে যত 
মেঘেদের গান
জাগরণে তুমি ছিলে 
কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাব নিয়ে অভিমান


এই গানটি আপনার মোবাইলে সেট করতে পারেন নিচে কোড দেয়া হল:

WELCOME TUNE CODE:
GP, ROBI, AIRTEL, TELETALK : 6233773 


গ্রামীনফোনের গ্রাহকরা এই গানটি ওয়েলকামটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে WT লিখে স্পেস দিয়ে 6233773 টাইপ করে পাঠিয়ে দিন 4000 নাম্বারে

রবির গ্রাহকরা এই গানটি গুনগুন সেট করতে মেসেজ অপশনে গিয়ে GET লিখে স্পেস দিয়ে 6233773 টাইপ করে পাঠিয়ে দিন 8466 নাম্বারে

এয়ারটেল গ্রাহকরা এই গানটি কলারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে CT লিখে স্পেস দিয়ে 6233773 টাইপ করে পাঠিয়ে দিন 3123 নাম্বারে