Showing posts with label Bangla song. Show all posts
Showing posts with label Bangla song. Show all posts

Ek Shohor Bhalobasha Tanjib Sarowar song lyrics


তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই কোন হুটতোলা রিকশায় ।
এক মুঠো প্রেম এড়িয়ে আমার শূন্য পকেটে ,
হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে ।
এক শহর ভালোবাসা দিতে…...চাই  ।
এই নরম বিকেলে মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয় ভালোবাসাতে চাই , দ্বিধার আদরে ।
আমি খুব সাধারন ,সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়াই ।

তোমার সাথে এই পথটি যেন আজ শেষ না হয়
এমন করে তোমার নরম হাতের ঐ ছোঁয়ায় ।
ইচ্ছে করে জমা চায়ের কাপে বৃষ্টি নামুক
হোক সন্ধ্যা রাত তবু এই সময় থেমে থাকুক ।
বুলিয়ে দাও রাঙিয়ে ঐ মায়া যাদু হাতে ,কি সুখ লাগে ।
এক শহর ভালবাসা দিতে… চাই  ।
এই নরম বিকেলে মুখোমুখি দাড়িয়ে ,
শুধু বলতে ভয় ভালোবাসাতে চাই ,দ্বিধার আদরে ।
আমি খুব সাধারন সাদামাটা একজন ,
মরতে পারি, বাঁচতে শিখি ,তা দ্বিধা ছাড়াই ।
তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই কোন হুটতোলা রিকশায় ।

এক মুঠো প্রেম এড়িয়ে আমার শূন্য পকেটে ,
হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে ।
এক শহর ভালবাসা দিতে… চাই ।
এই নরম বিকেলে মুখোমুখি দাড়িয়ে 
শুধু বলতে ভয় ভালোবাসাতে চাই , দ্বিধার আদরে ।
আমি খুব সাধারন ,সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়াই । 

Chok Chok Korlei -Video Song - Arifin Shuvoo- Nusraat Faria - Akassh- Premi O Premi Bengali Movie

Song: Chok Chok Korlei 
Sung by : Avik, Lamis, Aishwarya & Akassh 
Lyrics by : Priyo Chattopadhyay 
Composed by : Akassh
Choreography: Baba Yadav
Cinematography : MD Sayed Uz Zaman
Editor : Mohammad Kalam 
Produced and Distributed by : Jaaz Multimedia
Promotional Manager: Shakib Soukhin

Ador by Arfin Rumey & Fahmida Apon *HD* 1080p *BluRay* Music Video

Ador by Arfin Rumey video song




bangla music video,bangla video,bangla song video,
bangla model song video,bangla modeling song video imran music video,
arfin rumey music video,habib music video,bd music video,bd video,
bd model song, bd model song video,old music video,mew music video,
sad music video,dance music video,movie music video,bangladeshi music video,
music video bd,music video bangla,bengali music video .bangla video song,
bd video song, mp3 video song,mp3 music video .bangla mp3 albam video
,Bangla Romantic Song video

Prothom Brishty Fota By Belal Khan | Lyrical Video

Song Name – Prothom Brishty Fota
Singer – Belal Khan
Lyrics – Zulfiqer Russell
Tune – Belal Khan
Genre – Modern
Album : Alapon
Label – Laser Vision


গানটি গ্রামীনফোন গ্রাহকরা ওয়েলকাম টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
WT লিখে একটি স্পেস দিয়ে 5351432 লিখে পাঠিয়ে দিন 4000 নাম্বারে।

গানটি রবি গ্রাহকরা গুনগুন হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
GET লিখে একটি স্পেস দিয়ে 18041085 লিখে পাঠিয়ে দিন 8466 নাম্বারে।


গানটি বাংলালিংক গ্রাহকরা আমার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
down লিখে কোন স্পেস না দিয়ে 5513986 লিখে পাঠিয়ে দিন 2222 নাম্বারে।

Janina Janina By Imran & Oyshee | New HD Music Video 2017

Song Name – Janina Janina
Singer –Imran & Oyshee 
Album – Oyshee Express
Lyrics – Robiul Islam Jibon 
Tune & Music Composition – Imran 
Direction – M. Ferdous Reza 




Song Name – Janina Janina
Singer –Imran & Oyshee 
Album – Oyshee Express
Lyrics – Robiul Islam Jibon 
Tune & Music Composition – Imran 
Direction – M. Ferdous Reza 
Cinematography – M. Ferdous Reza
Model – Muskan Khan & Sadman Sameer 
Genre – Romantic Modern 
Production – Muskan Media Entertainment 
Label – Laser Vision
-------------------------------------------------------------------------------------
গানটি গ্রামীনফোন গ্রাহকরা ওয়েলকাম টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
WT লিখে একটি স্পেস দিয়ে 4628362 লিখে পাঠিয়ে দিন 4000 নাম্বারে।

গানটি রবি গ্রাহকরা গুনগুন হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
GET লিখে একটি স্পেস দিয়ে 4628362 লিখে পাঠিয়ে দিন 8466 নাম্বারে।

গানটি এয়ারটেল গ্রাহকরা কলার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
CT লিখে একটি স্পেস দিয়ে 4628362 লিখে পাঠিয়ে দিন 3123 নাম্বারে।

গানটি টেলিটক গ্রাহকরা টেলি টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
TT লিখে একটি স্পেস দিয়ে 4628362 লিখে পাঠিয়ে দিন 5000 নাম্বারে।

গানটি বাংলালিংক গ্রাহকরা আমার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
down লিখে কোন স্পেস না দিয়ে 5682212 লিখে পাঠিয়ে দিন 2222 নাম্বারে।

Imran New Song 2017 Jodi Hatta Dhoro By Imran & Brishty-Love Duets 2


Song Name – Jodi Hatta Dhoro
Singer – Imran & Brishty
Album – Love Duets 2
Lyrics – Faisal Rabbikin
Tune & Music Composition – Imran
Genre – Modern
Label – Laser Vision



গানটি গ্রামীনফোন গ্রাহকরা ওয়েলকাম টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
WT লিখে একটি স্পেস দিয়ে 6238979 লিখে পাঠিয়ে দিন 4000 নাম্বারে।

গানটি রবি গ্রাহকরা গুনগুন হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
GET লিখে একটি স্পেস দিয়ে 6238979 লিখে পাঠিয়ে দিন 8466 নাম্বারে।

গানটি এয়ারটেল গ্রাহকরা কলার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
CT লিখে একটি স্পেস দিয়ে 6238979 লিখে পাঠিয়ে দিন 3123 নাম্বারে।

গানটি টেলিটক গ্রাহকরা টেলি টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
TT লিখে একটি স্পেস দিয়ে 6238979 লিখে পাঠিয়ে দিন 5000 নাম্বারে।

গানটি বাংলালিংক গ্রাহকরা আমার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
down লিখে কোন স্পেস না দিয়ে 5684283 লিখে পাঠিয়ে দিন 2222 নাম্বারে।
--------------------------------------------------------------------------------------------------------------------

Deho Bazi 2017 Download

জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর এই প্রথম লিখলেন ফোক ঘরাণার গান। তার লেখা ‘দেহবাজি’ শিরোনামের এই গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। গানটির সুর ও সংগীতও আরফিন রুমির। আসছে ভালবাসা দিবসকে সামনে রেখে প্রযোজনা সংস্থা লেজার ভিশন থেকে মুক্তির অপোয় থাকা ‘দেহবাজি’ শিরোনামের আলব্যামে গানটি শুনতে পাবেন শ্রোতারা।
অ্যালবামে গান থাকছে মোট পাঁচটি। এরমধ্যে ‘দেহবাজি’সহ মোট তিনটি গান লিখেছেন জাহিদ আকবর। জাহিদের লেখা বাকি গান দুটি হলো ‘প্রার্থনা’ (কণ্ঠ- কাজী শুভ ও স্বরলিপি) এবং ‘সঙ্গেই চলো’ (কণ্ঠ- তানভীর তারেক)।
জাহিদ আকবর বললেন, ‘এই প্রথম ফোক ঘরানার গান লিখলাম। আমার লেখা ও আরফিন রুমির গাওয়া অনেক জনপ্রিয় গান রয়েছে। আশা করছি ফোক গানটিও আরফিন রুমির কণ্ঠে জনপ্রিয়তা পাবে।’
আলব্যাম প্রসঙ্গে রুমি বললেন, ‘ভালবাসা দিবসকে সামনে রেখে ভিন্ন মাত্রার কিছু রোমান্টিক গান করতে চেষ্টা করেছি। আশা করি শ্রোতারা গানগুলো শুনে মুগ্ধ হবেন।’
আলব্যামের বাকি দুটি গান লিখেছেন সোমেশ্বর অলি ও তারেক আনন্দ। এর মধ্যে তারেক আনন্দের লেখা ‘সুখ’ শিরোনামের গানটি গেয়েছেন আরফিন রুমি ও খেয়া এবং সোমেশ্বর অলির লেখা ‘দোনামোনা’ গানটি গেয়েছেন আরফিন শুভ-ঐশী।

arfin rumey new bangla albam deho bazi


Dehobazi By Arfin Rumey



1   Dehobazi By Arfin Rumey | Audio Jukebox | Oyshee, Kazi Shuvo, Tanvir Tarek, Sharalipi, Kheya


2     Prarthona By Kazi Shuvo | Valentine's Day Song | Album Dehobazi By Arfin Rumey


লেজার ভিশনের ব্যানারে ভালোবাসা দিবসে আসছে জনপ্রিয় সংগীত পরিচালক আরফিন রুমির সুর ও সংগীতে মিক্সড অডিও অ্যালবাম ‘দেহ বাজী’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, কাজী শুভ, তানভীর তারেক, ঐশী, স্বরলিপি ও খেয়া। অ্যালবামটিতে ৩টি দ্বৈতকণ্ঠের গান রয়েছে। অ্যালবামে গানের কথা লিখেছেন জাহিদ আকবর, সোমেশ্বর অলী ও তারেক আনন্দ। মোট ৫টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হলো দেহ বাজী, ডোনা মোনা, প্রার্থনা, সঙ্গেই চলো ও শুধু কাছে চাই। অ্যালবামটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ভালোবাসা দিবসকে সামনে রেখে ভিন্নমাত্রার কিছু রোমান্টিক গান করতে চেষ্টা করেছি। আশা করি আমার ভক্ত-শ্রোতারা ভালোবাসা দিবসে এই অ্যালবামের গানগুলো শুনে মুগ্ধ হবেন। কৃতজ্ঞতা প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের প্রতি, যাদের আন্তরিকতায় অ্যালবামটি প্রকাশ হতে যাচ্ছে।

Dehobaji bangla full albam dawnload 2017

Dehobazi By Arfin Rumey
জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি তার ভক্তদের জন্য ভালোবাসা দিবসে আনছেন নতুন গানের অ্যালবাম। নাম ‘দেহবাজি’। এই অ্যালবামের ‘দেহবাজি’ শিরোনামের টাইটেল গানটি লিখেছেন গীতিকার জাহিদ আকবর। গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন শিল্পী রুমি নিজেই।
এ প্রসঙ্গে রুমি বললেন, ‘ভালোবাসা দিবসকে সামনে রেখে ভিন্ন মাত্রার কিছু রোমান্টিক গান করতে চেষ্টা করেছি। আশা করি শ্রোতারা গানগুলো শুনে মুগ্ধ হবেন।’
গীতিকার জাহিদ আকবর তার লেখা এই গানে এনেছেন কিছুটা বৈচিত্র্য। তার ভাষায়, ‘প্রথমবার ফোক ঘরানার গান লিখলাম। আমার লেখা ও আরফিন রুমির গাওয়া ‘মন রাখো পাজরে’, ‘কিছু কথা আকাশে পাঠাও’, ‘আমি যত বেশি ভালোবাসি তোমায়’ ছাড়াও অধিকাংশ গানই জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি নতুন আয়োজনে ফোক গানটিও আরফিন রুমির কণ্ঠে জনপ্রিয়তা পাবে।’
‘দেহবাজি’ অ্যালবামটি আসছে প্রযোজনা সংস্থা লেজার ভিশন এর ব্যানারে। এই অ্যালবামে গান থাকছে মোট পাঁচটি। এরমধ্যে ‘দেহবাজি’সহ মোট তিনটি গান লিখেছেন জাহিদ আকবর। তার লেখা বাকি গান দু’টি হলো ‘প্রার্থনা’ (কণ্ঠ- কাজী শুভ ও স্বরলিপি) এবং ‘সঙ্গেই চলো’ (কণ্ঠ- তানভীর তারেক)।
আলব্যামের বাকি দু’টি গান লিখেছেন সোমেশ্বর অলি ও তারেক আনন্দ। এর মধ্যে তারেক আনন্দের লেখা ‘সুখ’ শিরোনামের গানটি গেয়েছেন আরফিন রুমি ও খেয়া এবং সোমেশ্বর অলির লেখা ‘দোনামোনা’ গানটি গেয়েছেন আরফিন শুভ-ঐশী।

দেহবাজী আরফিন রুমি





Dehobazi By Arfin Rumey


আরফিন রুমি। জনপ্রিয় সংগীতপরিচালক ও কণ্ঠশিল্পী। ভালবাসা দিবসে প্রকাশিত হচ্ছে তার ফিচারিংয়ে মিশ্র অ্যালবাম ‘দেহবাজী’। এই অ্যালবাম, সংগীতের বর্তমান অবস্থাসহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন আমাদের সময়ের সঙ্গে।
ভালবাসা দিবসে প্রকাশ হচ্ছে ‘দেহবাজী’। অ্যালবামের গানগুলো নিশ্চয় শ্রোতার মনে প্রেম জাগাবে?
ভালবেসেই গানগুলো করেছি । এগুলো শুনে শ্রোতার মনে প্রেম জাগবে কি-না সেটা এখন বলতে পারছি না। কারণ প্রেম-ভালবাসা স্বর্গীয়। সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া কারো মনে প্রেম-ভালবাসা আসা সম্ভব নয়।
অ্যালবামে গান থাকছে কয়টি?
মোট পাঁচটি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। টাইটেল গানসহ ‘প্রার্থনা’ ও ‘সঙ্গেই চলো’ গান তিনটি লিখেছেন জাহিদ আকবর। এরমধ্যে ‘দেহবাজী’ শোনা যাবে আমার কণ্ঠে। আর ‘প্রার্থনা’ গেয়েছেন কাজী শুভ ও স্বরলিপি এবং ‘সঙ্গেই চলো’য় কণ্ঠ দিয়েছেন তানভীর তারেক। বাকি দুটি গান লিখেছেন সোমেশ্বর অলি ও তারেক আনন্দ। তারেক আনন্দের লেখা ‘সুখ’ শিরোনামের গানটিতে আমার সঙ্গে  কণ্ঠ দিয়েছেন খেয়া। আর সোমেশ্বর অলির লেখা ‘দোনামোনা’ গানটিতে ঐশীর সঙ্গে আমার কণ্ঠ শোনা যাবে।
দীর্ঘদিন পর আপনার সংগীতায়োজনে মিশ্র অ্যালবাম প্রকাশ হচ্ছে। প্রত্যাশা কেমন?
ভক্ত-শ্রোতাদের ভালবাসা পেলেই চলবে। ভালবাসা দিবস সুন্দর একটি দিন। এ দিনটি উপলক্ষে প্রকাশ হচ্ছে ‘দেহবাজী’। তাই ভালবাসা চাই। সত্যি বলতে কী, প্রত্যাশা নিয়ে আমি কাজ করি না। আমি গানের মানুষ, গান ভালবাসি। ভালবেসে গান করি, আর সারাজীবন করতে চাই।
এখন তিন গানের (ইপি) অ্যালবাম প্রকাশ হচ্ছে। বিষয়টি কিভাবে দেখেন?
এটা কিন্তু নতুন কিছু নয়। ইপি অ্যালবাম প্রথমে হাবিব ভাই প্রকাশ করেছিল। তারপর আমিও ‘কিছু কথা আকাশে পাঠাও’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেছিলাম। তবে আমার কাছে শ্রোতারা বেশি গান শুনতে চায়। তাই আমি বছরে একটি হলেও পূর্ণাঙ্গ অ্যালবাম উপহার দেব।
সংগীতের বর্তমান অবস্থা কেমন?
অন্যদের গান খুব বেশি শুনি না। সংগীতের অবস্থা  আগেও ভাল ছিল, এখনও ভালো আছে। সমস্যা হচ্ছে, আমাদের আত্মিক চিন্তাভাবনা ভালো না। আগে নিজেদের ভাল হতে হবে।
আপনার সুর, সংগীতে অনেকেই জনপ্রিয় হয়েছে। নতুনদের নিয়ে কোনো পরিকল্পনা আছে?
আমার সুরে অনেক গান জনপ্রিয় হয়েছে, এটা নিয়ে অহংকার নয়, গর্ব হয়। আমার ভেতরে কখনো লোভ কাজ করেনা। ফলে ভালো সুরগুলো অন্যদের গিয়ে গাওয়াই। গান তৈরি করা আমার পেশা। সুরের সাধনায় মত্ত থাকা আমার নেশা। সুর এমনিতেই চলে আসবে। নতুনদের সঙ্গে কাজ সব সময়ই করি। আগামীতেও করবো।
অডিও এবং চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবেও আপনি সফল। তারপরও চলচ্চিত্রের গানে কী কম কাজ করছেন?
কাজ কম করছি না। যতটুকু করা দরকার ঠিক ততটুকুই করছি। কারণ আমি কখনোই নিজেকে সস্তা করতে রাজি নই। অনেকে চলচ্চিত্রের গান করার কথা বলে, গানগুলো প্রকাশ করে অডিওতে। অনেকে আবার কথা ঠিক রাখে না। যারা আমাকে সঠিক মূল্যায়ন না করে, আমি তাদের কাজ করি না। সম্প্রতি মুস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ চলচ্চিত্রের কাজ করলাম।
বছরটা কী আপনার কাছে ঘুরে দাঁড়ানোর?
ঘুরে দাঁড়াবো কি দাঁড়াবো না, এসব নিয়ে ভাবি না। ধারাবাহিকভাবে কাজ করতে চাই। ২০১৭ হোক কিংবা ২০২৭ সব বছরই আমার কাছে একরকম।
জাগো-এফএমে আরজে হিসেব নাম লেখালেন। বিশেষ কোন কারণ?
আরজে হিসেবে নাম লিখিয়েছি, নিজের কথা বলার জন্য। আমাদের দেশে অনেকে উপস্থাপনা করছেন। তাদের উদ্দেশ্যটা আমার ভাল লেগেছে। এখানে নতুন শিল্পীরা আসবে, তিন সপ্তাহ কমপিটিশন চলবে। এরপর আমার কম্পোজিশনের গান গাওয়ার সুযোগ পাবে। গান প্রচার হবে জাগো-এফএমে।
ব্যক্তিগত প্রসঙ্গ। স্ত্রী-সন্তান নিয়ে কেমন আছেন?
ভাল আছি। আমার বড় সন্তান আরিয়ানকে মিস করি। আইনের মারপ্যাচ। মায়ের সঙ্গে থাকতে হচ্ছে। বড় হয়ে আমার কাছে চলে আসবে ঠিকই।
‘পারিবারিক ঝামেলা’ আপনার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। এটা কি স্বীকার করেন?
পারিবারিক ঝামেলা প্রত্যেকের জীবনেই থাকে। কিন্তু আমার ঝামেলটা এত মানুষ জানতে পেরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরও আমি আইয়ুব বাচ্চু ভাইয়ের গানের কথায় বলতে চাই, নিজ ভূবনে চির দুঃখী, আসলে কেউ সুখী নয়। তবে আমি কিন্তু এখন সুখী। স্ত্রী কামরুন ও সন্তানকে নিয়ে ভালো আছি।

Dehobazi full albam 2017


                 Dehobazi By Arfin Rumey

                          1        https://www.youtube.com/watch?v=5P6GM2sst9k


   Prarthona By Kazi Shuvo | Valentine's Day Song , Dehobazi


                          2        https://www.youtube.com/watch?v=IFYzpb_CVXg



জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর এই প্রথম লিখলেন ফোক ঘরনার গান। তার লেখা ‘দেহবাজি’ শিরোনামের এই গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আরফিন রুমি। গানটির সুর ও সংগীতও আরফিন রুমির নিজের। আসছে ভালবাসা দিবস সামনে রেখে প্রযোজনা সংস্থা লেজার ভিশন থেকে মুক্তির অপেক্ষায় থাকা ‘দেহবাজি’ শিরোনামের আলব্যামে গানটি শুনতে পাবেন শ্রোতারা।
জানা গেছে অ্যালবামটিতে গান থাকছে মোট পাঁচটি । এরমধ্যে ‘দেহবাজি’সহ মোট তিনটি গান লিখেছেন জাহিদ আকবর। জাহিদের লেখা বাকি গান দুটি হলো ‘প্রার্থনা’ (কণ্ঠ- কাজী শুভ ও স্বরলিপি) এবং ‘সঙ্গেই চলো’ (কণ্ঠ- তানভীর তারেক)।
জাহিদ আকবর বললেন, ‘এই প্রথম আমি ফোক ঘরনার গান লিখলাম। আমার লেখা ও আরফিন রুমির গাওয়া অনেক জনপ্রিয় গান রয়েছে। আশা করছি আমার লেখা প্রথম এই ফোক গানটিও আরফিন রুমির কণ্ঠে জনপ্রিয়তা পাবে।’
আলব্যাম প্রসঙ্গে রুমি বললেন, ‘ভালোবাসা দিবস সামনে রেখে ভিন্ন মাত্রার কিছু রোমান্টিক গান করতে চেষ্টা করেছি। আশা করি শ্রোতারা গানগুলো শুনে মুগ্ধ হবেন।”
আলব্যামের বাকি দুটি গান লিখেছেন সোমেশ্বর অলি ও তারেক আনন্দ। এর মধ্যে তারেক আনন্দের লেখা ‘সুখ’ শিরোনামের গানটি গেয়েছেন আরফিন রুমি ও খেয়া এবং সোমেশ্বর অলির লেখা ‘দোনামোনা’ গানটি গেয়েছেন আরফিন শুভ-ঐশী।

Dehobazi Arfin Rumey New Albam 2017 (দেহবাজি)




জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর এই প্রথম লিখলেন ফোক ঘরনার গান। তার লেখা ‘দেহবাজি’ শিরোনামের এই গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আরফিন রুমি। গানটির সুর ও সংগীতও আরফিন রুমির নিজের। আসছে ভালবাসা দিবস সামনে রেখে প্রযোজনা সংস্থা লেজার ভিশন থেকে মুক্তির অপেক্ষায় থাকা ‘দেহবাজি’ শিরোনামের আলব্যামে গানটি শুনতে পাবেন শ্রোতারা।
জানা গেছে অ্যালবামটিতে গান থাকছে মোট পাঁচটি । এরমধ্যে ‘দেহবাজি’সহ মোট তিনটি গান লিখেছেন জাহিদ আকবর। জাহিদের লেখা বাকি গান দুটি হলো ‘প্রার্থনা’ (কণ্ঠ- কাজী শুভ ও স্বরলিপি) এবং ‘সঙ্গেই চলো’ (কণ্ঠ- তানভীর তারেক)।
জাহিদ আকবর বললেন, ‘এই প্রথম আমি ফোক ঘরনার গান লিখলাম। আমার লেখা ও আরফিন রুমির গাওয়া অনেক জনপ্রিয় গান রয়েছে। আশা করছি আমার লেখা প্রথম এই ফোক গানটিও আরফিন রুমির কণ্ঠে জনপ্রিয়তা পাবে।’
আলব্যাম প্রসঙ্গে রুমি বললেন, ‘ভালোবাসা দিবস সামনে রেখে ভিন্ন মাত্রার কিছু রোমান্টিক গান করতে চেষ্টা করেছি। আশা করি শ্রোতারা গানগুলো শুনে মুগ্ধ হবেন।”
আলব্যামের বাকি দুটি গান লিখেছেন সোমেশ্বর অলি ও তারেক আনন্দ। এর মধ্যে তারেক আনন্দের লেখা ‘সুখ’ শিরোনামের গানটি গেয়েছেন আরফিন রুমি ও খেয়া এবং সোমেশ্বর অলির লেখা ‘দোনামোনা’ গানটি গেয়েছেন আরফিন শুভ-ঐশী।