Song: Karone Okarone
Vocal: Minar Rahman
Lyric: Isteaque Ahmed
Tune: Minar Rahman
Music Arrangement: Shaker Raza
Label: Eagle Music
Lyric | কথা :
কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
নিয়মে অনিয়মে
দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো বা
পাশেই ছিলাম
ভেতরে বাহিরে
দহনে বা ধারণে
আমায় নিখোজ ভাবো বা
পাশেই ছিলাম
চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকী কেনো
আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে যেনো
সবই কোথায় হারিয়ে
আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
জলেতে আগুনে
বর্ষা বা ফাগুনে
তোমার নামে যত
মেঘেদের গান
জাগরণে তুমি ছিলে
কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাব নিয়ে অভিমান
এই গানটি আপনার মোবাইলে সেট করতে পারেন নিচে কোড দেয়া হল:
WELCOME TUNE CODE:
GP, ROBI, AIRTEL, TELETALK : 6233773
গ্রামীনফোনের গ্রাহকরা এই গানটি ওয়েলকামটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে WT লিখে স্পেস দিয়ে 6233773 টাইপ করে পাঠিয়ে দিন 4000 নাম্বারে
রবির গ্রাহকরা এই গানটি গুনগুন সেট করতে মেসেজ অপশনে গিয়ে GET লিখে স্পেস দিয়ে 6233773 টাইপ করে পাঠিয়ে দিন 8466 নাম্বারে
এয়ারটেল গ্রাহকরা এই গানটি কলারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে CT লিখে স্পেস দিয়ে 6233773 টাইপ করে পাঠিয়ে দিন 3123 নাম্বারে
Get Maza
Bangla music video
Lyrical video
Karone Okarone | Minar Rahman | Lyrical video | Bangla music Music
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon