Dehobazi By Arfin Rumey
1 https://www.youtube.com/watch?v=5P6GM2sst9kPrarthona By Kazi Shuvo | Valentine's Day Song , Dehobazi
2 https://www.youtube.com/watch?v=IFYzpb_CVXg
জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর এই প্রথম লিখলেন ফোক ঘরনার গান। তার লেখা ‘দেহবাজি’ শিরোনামের এই গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আরফিন রুমি। গানটির সুর ও সংগীতও আরফিন রুমির নিজের। আসছে ভালবাসা দিবস সামনে রেখে প্রযোজনা সংস্থা লেজার ভিশন থেকে মুক্তির অপেক্ষায় থাকা ‘দেহবাজি’ শিরোনামের আলব্যামে গানটি শুনতে পাবেন শ্রোতারা।
জানা গেছে অ্যালবামটিতে গান থাকছে মোট পাঁচটি । এরমধ্যে ‘দেহবাজি’সহ মোট তিনটি গান লিখেছেন জাহিদ আকবর। জাহিদের লেখা বাকি গান দুটি হলো ‘প্রার্থনা’ (কণ্ঠ- কাজী শুভ ও স্বরলিপি) এবং ‘সঙ্গেই চলো’ (কণ্ঠ- তানভীর তারেক)।
জাহিদ আকবর বললেন, ‘এই প্রথম আমি ফোক ঘরনার গান লিখলাম। আমার লেখা ও আরফিন রুমির গাওয়া অনেক জনপ্রিয় গান রয়েছে। আশা করছি আমার লেখা প্রথম এই ফোক গানটিও আরফিন রুমির কণ্ঠে জনপ্রিয়তা পাবে।’
আলব্যাম প্রসঙ্গে রুমি বললেন, ‘ভালোবাসা দিবস সামনে রেখে ভিন্ন মাত্রার কিছু রোমান্টিক গান করতে চেষ্টা করেছি। আশা করি শ্রোতারা গানগুলো শুনে মুগ্ধ হবেন।”
আলব্যামের বাকি দুটি গান লিখেছেন সোমেশ্বর অলি ও তারেক আনন্দ। এর মধ্যে তারেক আনন্দের লেখা ‘সুখ’ শিরোনামের গানটি গেয়েছেন আরফিন রুমি ও খেয়া এবং সোমেশ্বর অলির লেখা ‘দোনামোনা’ গানটি গেয়েছেন আরফিন শুভ-ঐশী।
EmoticonEmoticon