Suraiya by Liza | Bangla Song | 2015 (Official Music Video)

Song : Suraiya
Singer : Liza
Tune & Composition : Arfin Rumey
Lyrics : Robiul Islam Jibon





রসিক নাইয়া দেখো না চাইয়া
মন উতলা তোমারে পাইয়া
দেখি তোমায় নয়ন ঘুরাইয়া
আমি যে তোমার পাগলী সুরাইয়া
এসোনা একটু কাছে
দাওয়া একটু ছুঁয়ে
ও বাবুজি পারদেশীয়া

এই জগতে প্রেমিক অনেক
কেউ যে তোমার মতনা
কেমনে বোঝাই তোমায় আমি
ভালবাসি কতনা 
কি যে জাদু করে আমায়
প্রেমে দিলা ডুবাইয়া
কিছুই ভাল লাগেনা আমার


দোহাই লাগে আদর করে
হাতটা আমার ধরনা
অনুভবের রঙিন নেশায়
আমায় পাগল করনা
কি যে জাদু করে আমায়
প্রেমে দিলা ডুবাইয়া
কিছুই ভাল লাগেনা আমার


EmoticonEmoticon