Song Title: Bhalobasha
Vocal: Imran And Liza
Lyric: Isteaque Ahmed
Music: Sumon Kalyan
Album: Tui Ebong Toke
Lyrics | Bhalobasha
ভালোবাসা কী ঘুম ভেঙে উঠে তোমার পথেতে হাটা,
ভালোবাসা কী তোমার গোলাপে আমার জন্য কাটা।
ভালোবাসা কী শত অভিযোগ তোমার নামে যার ঢালি,
ভালোবাসা কী জেগে থাকা রাত চোখের নিচে কালি।
ভালোবাসা কী নদীর মতো ভেসে যাই সেই জলে।
আজও বুঝিনি ভালোবাসা কী, ভালোবাসা কাকে বলে।
ভালোবাসা কী বুঝতে শেখায় অবুঝ থাকার দিনে,
ভালোবাসা কী যৌথ খামার তোমার আমার ঋণে।
ভালোবাসা কী অভিমানী মেঘ তোমার ওই অঞ্চলে,
আজও বুঝিনি ভালোবাসা কী,ভালোবাসা কাকেই বলে।
ভালোবাসা কী পাহাড়ের বুকে নাম না জানা ফুল কোনো,
ভালোবাসা কী আমার চেয়েও অন্য কাউকে শোনো।
ভালোবাসা কী সন্ধ্যা তারা নিভে গেল কৌশলে,
আজও বুঝিনি ভালোবাসা কী,ভালোবাসা কাকে বলে।
Vocal: Imran And Liza
Lyric: Isteaque Ahmed
Music: Sumon Kalyan
Album: Tui Ebong Toke
Lyrics | Bhalobasha
ভালোবাসা কী ঘুম ভেঙে উঠে তোমার পথেতে হাটা,
ভালোবাসা কী তোমার গোলাপে আমার জন্য কাটা।
ভালোবাসা কী শত অভিযোগ তোমার নামে যার ঢালি,
ভালোবাসা কী জেগে থাকা রাত চোখের নিচে কালি।
ভালোবাসা কী নদীর মতো ভেসে যাই সেই জলে।
আজও বুঝিনি ভালোবাসা কী, ভালোবাসা কাকে বলে।
ভালোবাসা কী বুঝতে শেখায় অবুঝ থাকার দিনে,
ভালোবাসা কী যৌথ খামার তোমার আমার ঋণে।
ভালোবাসা কী অভিমানী মেঘ তোমার ওই অঞ্চলে,
আজও বুঝিনি ভালোবাসা কী,ভালোবাসা কাকেই বলে।
ভালোবাসা কী পাহাড়ের বুকে নাম না জানা ফুল কোনো,
ভালোবাসা কী আমার চেয়েও অন্য কাউকে শোনো।
ভালোবাসা কী সন্ধ্যা তারা নিভে গেল কৌশলে,
আজও বুঝিনি ভালোবাসা কী,ভালোবাসা কাকে বলে।
EmoticonEmoticon