তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই কোন হুটতোলা রিকশায় ।
এক মুঠো প্রেম এড়িয়ে আমার শূন্য পকেটে ,
হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে ।
এক শহর ভালবাসা দিতে…...চাই ।
এই নরম বিকেলে মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয় ভালোবাসাতে চাই , দ্বিধার আদরে ।
আমি খুব সাধারন ,সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়াই ।
মরতে পারি, বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়াই ।
তোমার সাথে এই পথটি যেন আজ শেষ না হয়
এমন করে তোমার নরম হাতের ঐ ছোঁয়ায় ।
ইচ্ছে করে জমা চায়ের কাপে বৃষ্টি নামুক
হোক সন্ধ্যা রাত তবু এই সময় থেমে থাকুক ।
এমন করে তোমার নরম হাতের ঐ ছোঁয়ায় ।
ইচ্ছে করে জমা চায়ের কাপে বৃষ্টি নামুক
হোক সন্ধ্যা রাত তবু এই সময় থেমে থাকুক ।
বুলিয়ে দাও রাঙিয়ে ঐ মায়া যাদু হাতে ,কি সুখ লাগে ।
এক শহর ভালবাসা দিতে… চাই ।
এই নরম বিকেলে মুখোমুখি দাড়িয়ে ,
শুধু বলতে ভয় ভালোবাসাতে চাই ,দ্বিধার আদরে ।
শুধু বলতে ভয় ভালোবাসাতে চাই ,দ্বিধার আদরে ।
আমি খুব সাধারন সাদামাটা একজন ,
মরতে পারি, বাঁচতে শিখি ,তা দ্বিধা ছাড়াই ।
মরতে পারি, বাঁচতে শিখি ,তা দ্বিধা ছাড়াই ।
ও………………………………………………………
তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই কোন হুটতোলা রিকশায় ।
এক মুঠো প্রেম এড়িয়ে আমার শূন্য পকেটে ,
হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে ।
হারিয়ে যেতে চাই কোন হুটতোলা রিকশায় ।
এক মুঠো প্রেম এড়িয়ে আমার শূন্য পকেটে ,
হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে ।
এক শহর ভালবাসা দিতে… চাই ।
এই নরম বিকেলে মুখোমুখি দাড়িয়ে
এই নরম বিকেলে মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয় ভালোবাসাতে চাই , দ্বিধার আদরে ।
আমি খুব সাধারন ,সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়াই ।
মরতে পারি, বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়াই ।
1 comments:
Asian Hair Trimmer Kit - Tiandanium Arts
Buy citizen eco drive titanium watch Japanese Shower Kits (Japanese) for Personal Men: DIY apple watch series 6 titanium Kit / Traditional Japanese Shower Kit. samsung titanium watch Perfect for any titanium cross necklace type titanium necklace of woman who wants to experience
EmoticonEmoticon